গাজী মুসলিম আদর্শ সংবাদ

সোশ্যাল মিডিয়ায় আমরা অজান্তে গীবত, পরনিন্দা করে থাকি। আমাদেরকে সতর্ক সচেতনতা অবলম্বন করা উচিত।

ছবি
♦️👉সোস্যাল মিডিয়া ফেসবুকে অজান্তেই মানুষ সারাক্ষণ #গীবত ও পরনিন্দা করে থাকেন সাবধান, সতর্কতাঃ সচেতন হউন। ♦️ গীবত ও পরনিন্দা করার অভ্যাস যুগ যুগ ধরে পৃথিবীতে ছিল এবং আজও আছে। বলাই বাহুল্য যে থাকবে। কিন্তু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে, ফেসবুকে যেন এই পরচর্চা ও গীবত করা মানুষের সংখ্যা মারাত্মক রকম বেশি। ♦️ফেসবুকে ঢুকলেই দেখা যায় কিছু মানুষ সারাক্ষণ এটা-ওটা-সেটা নিয়ে পরচর্চা করছেন। এর-তার নিন্দা করছে, এর সমালোচনা করছে, অমুকের বদনাম ছড়াচ্ছে। এই ধরণের মানুষদের কাছে যেন পৃথিবীর সবাই খারাপ। কেউ তার চোখে ভালো না, কেউ তার প্রশংসা পাওয়ার যোগ্য না। ♦️তাহলে গীবত বা পরনিন্দা করা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি আলোচনা করার নামই গীবত। চাই তা কথা, ইশারা-ইঙ্গিত বা লেখনীর মাধ্যমে হোক, কিংবা সোস্যাল মিডিয়া ফেসবুকে মাধ্যমে । ________________________________♦️শুনুন মহান আল্লাহ তাআলা কুরআন কারিমে এরশাদ করেন: •‘হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গোনাহ। কারো গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। ...

সময় টিভির বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব’মাওলানা মাহফুজুল হক,,

সময় টিভির বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব’
মাওলানা মাহফুজুল হক,,
 🔸করোনা পরিস্থিতিতে টালমাটাল পুরো দেশ। এরইমধ্যে প্রসিদ্ধ বক্তা মাওলানা আনসারী জানাজাকে কেন্দ্র করে সময় টিভিতে জামাতের আমির ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের একটি ফোন আলাপ প্রকাশ করা হয়েছে।

🔸প্রকাশিত রেকর্ডে শোনা যাচ্ছে, জানাজার নামাজে লোকসমাগম বাড়ানোর বিষয়ে জামাত নেতা ও মাওলানা মাহফুজুল হক কথা বলছেন। এমনকি রেকর্ডে এও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণ লোকসমাগমের চেষ্টা করেছে তারা।

🔸এ বিষয়ে আওয়ার ইসলামকে মাওলানা মাহফুজুল হক বলেন, বিষয়টি একেবারে ভিত্তিহীন মিথ্যা। জামাত নেতার সঙ্গে আমার আজ পর্যন্ত কোনদিন কথা হয়নি। তার সঙ্গে আমার ফোনালাপ তো দূরের কথা, আমাদের মাঝে পরিচয়ও নেই। তাছাড়া দেশের মানুষ রেকর্ডটি শুনে পরিষ্কার বুঝতে পেরেছে সেটা আমার কণ্ঠের সঙ্গে মিলে না। স্পষ্টভাবে বুঝা যাচ্ছে অন্য কারো কণ্ঠ। এগুলো সম্পূর্ণ ধোঁকাবাজি ও প্রতারণা। জাতীয় কোন টেলিভিশনে পক্ষে এরকম মিথ্যাচার করা শোভা পায় না।

🔸এ বিষয়ে আপনারা কোন পদক্ষেপ নিচ্ছেন কিনা? জানতে চাইলে তিনি বলেন,আমরা সময় টিভির বিরুদ্ধে আইনি আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মামলার প্রক্রিয়া চলছে।

🔸এ বিষয়ে আওয়ার ইসলামকে মাওলানা মামুনুল হক বলেন, যে কেউ শুনলে বুঝতে পারবে এটি মাওলানা মাহফুজুল হকের কন্ঠ নয়। এমনকি মাওলানা মাহফুজুল হক তার ব্যক্তিগত ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না। এটি পরিকল্পিত একটি ষড়যন্ত্র। আমরা আইনি প্রক্রিয়ায় এর বিচার চাইবো।

🔸সময় টিভিকে স্পষ্টভাবে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এরমধ্যে যদি সময় টিভি জাতির সামনে দোষ স্বীকার করে ক্ষমা না চায়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেবে এ দেশের জনগণ।

🔸তিনি অভিযোগ করে আরও বলেন, তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি লিংক শেয়ার করেছে। এবং ঘন্টাখানেক পর তারা আবার মুছে ফেলেছে। আমরা আইনি ব্যবস্থাই গ্রহন করছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক,, মসজিদে ২ জন হাফেজসহ মোট ১২ জন তারাবির নামাজ পড়তে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

আজহারী বিশ্ববিদ্যালয় থেকে সাইমুম আল মাহাদী মিজানুর রহমান আজহারী এর উদ্দেশ্যে খোলা চিঠি।