গাজী মুসলিম আদর্শ সংবাদ

সোশ্যাল মিডিয়ায় আমরা অজান্তে গীবত, পরনিন্দা করে থাকি। আমাদেরকে সতর্ক সচেতনতা অবলম্বন করা উচিত।

ছবি
♦️👉সোস্যাল মিডিয়া ফেসবুকে অজান্তেই মানুষ সারাক্ষণ #গীবত ও পরনিন্দা করে থাকেন সাবধান, সতর্কতাঃ সচেতন হউন। ♦️ গীবত ও পরনিন্দা করার অভ্যাস যুগ যুগ ধরে পৃথিবীতে ছিল এবং আজও আছে। বলাই বাহুল্য যে থাকবে। কিন্তু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে, ফেসবুকে যেন এই পরচর্চা ও গীবত করা মানুষের সংখ্যা মারাত্মক রকম বেশি। ♦️ফেসবুকে ঢুকলেই দেখা যায় কিছু মানুষ সারাক্ষণ এটা-ওটা-সেটা নিয়ে পরচর্চা করছেন। এর-তার নিন্দা করছে, এর সমালোচনা করছে, অমুকের বদনাম ছড়াচ্ছে। এই ধরণের মানুষদের কাছে যেন পৃথিবীর সবাই খারাপ। কেউ তার চোখে ভালো না, কেউ তার প্রশংসা পাওয়ার যোগ্য না। ♦️তাহলে গীবত বা পরনিন্দা করা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি আলোচনা করার নামই গীবত। চাই তা কথা, ইশারা-ইঙ্গিত বা লেখনীর মাধ্যমে হোক, কিংবা সোস্যাল মিডিয়া ফেসবুকে মাধ্যমে । ________________________________♦️শুনুন মহান আল্লাহ তাআলা কুরআন কারিমে এরশাদ করেন: •‘হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গোনাহ। কারো গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। ...

#Ababil_bangla_TVড.মিজানুর রহমান আযহারী ফেসবুক পেজ থেকে কপি,ইনশাআল্লাহ..আজ থাকছি “মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা” (মুনা) এর ন্যাশনাল দা’ওয়াহ এন্ড ফেইথ এওয়ারনেস ডিপার্টমেন্টের আয়োজন

#Ababil_bangla_TV
ড.মিজানুর রহমান আযহারী ফেসবুক পেজ থেকে কপি,
ইনশাআল্লাহ..
আজ থাকছি “মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা” (মুনা) এর ন্যাশনাল দা’ওয়াহ এন্ড ফেইথ এওয়ারনেস ডিপার্টমেন্টের আয়োজনে একটি অনলাইন প্রোগ্রামে।

বাংলাদেশ সময় রাত ৯টায়। চাইলে যুক্ত হতে পারেন।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে। সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমাদের উচিৎ সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক,, মসজিদে ২ জন হাফেজসহ মোট ১২ জন তারাবির নামাজ পড়তে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

আজহারী বিশ্ববিদ্যালয় থেকে সাইমুম আল মাহাদী মিজানুর রহমান আজহারী এর উদ্দেশ্যে খোলা চিঠি।