গাজী মুসলিম আদর্শ সংবাদ

সোশ্যাল মিডিয়ায় আমরা অজান্তে গীবত, পরনিন্দা করে থাকি। আমাদেরকে সতর্ক সচেতনতা অবলম্বন করা উচিত।

ছবি
♦️👉সোস্যাল মিডিয়া ফেসবুকে অজান্তেই মানুষ সারাক্ষণ #গীবত ও পরনিন্দা করে থাকেন সাবধান, সতর্কতাঃ সচেতন হউন। ♦️ গীবত ও পরনিন্দা করার অভ্যাস যুগ যুগ ধরে পৃথিবীতে ছিল এবং আজও আছে। বলাই বাহুল্য যে থাকবে। কিন্তু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে, ফেসবুকে যেন এই পরচর্চা ও গীবত করা মানুষের সংখ্যা মারাত্মক রকম বেশি। ♦️ফেসবুকে ঢুকলেই দেখা যায় কিছু মানুষ সারাক্ষণ এটা-ওটা-সেটা নিয়ে পরচর্চা করছেন। এর-তার নিন্দা করছে, এর সমালোচনা করছে, অমুকের বদনাম ছড়াচ্ছে। এই ধরণের মানুষদের কাছে যেন পৃথিবীর সবাই খারাপ। কেউ তার চোখে ভালো না, কেউ তার প্রশংসা পাওয়ার যোগ্য না। ♦️তাহলে গীবত বা পরনিন্দা করা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি আলোচনা করার নামই গীবত। চাই তা কথা, ইশারা-ইঙ্গিত বা লেখনীর মাধ্যমে হোক, কিংবা সোস্যাল মিডিয়া ফেসবুকে মাধ্যমে । ________________________________♦️শুনুন মহান আল্লাহ তাআলা কুরআন কারিমে এরশাদ করেন: •‘হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গোনাহ। কারো গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। ...

রোজা ভঙ্গের কারণ 13 টি:যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় এবং কাযা রোজা রাখতে হয়।

রোজা ভঙ্গের কারণ 13 টি:
যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় এবং কাযা রোজা রাখতে হয়।
১ কুলি করার সময় হঠাৎ পানি গলার ভিতরে চলে যাওয়া।
২ অনিচ্ছায় কিছু খাওয়া।
৩ নাকে বা মাথায় ভিতর ঔষধ পৌঁছে যাওয়া।
৪ বিমার বশতঃ গুহ্যে পিচকারী লওয়া।
৫ মাটি কিংবা পাথর জাতীয় অখাদ্য বস্তু গিলে ফেলা।
৬ স্বইচ্ছায় মুখ ভরিয়া বমি করা।
৭ রাত্র আছে মনে করিয়া সকালে সেহরি খাওয়া।
৮ ভুলে খাওয়ার পরে পুনরায় স্বেচ্ছায় কোনো কিছু খাওয়া।
৯ বিনা নিয়তে রোজা রাখা।
১০ মুখে রক্ত বাহির হইলে তা গিলে ফেলা।
১১ স্ত্রীলোকদের হায়েজ-নেফাছ হওয়া।
১২ সূর্য না দুবা অবস্থায় ডুবিয়াছে মনে করিয়া ইফতার করা।
১৩ বিমার বশতঃ কোন ঔষুধ খাওয়া।
(উক্ত কারণ গুলিতে রোজা কাযা করিতে হইবে তবে কাফফারা নাই)


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে। সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমাদের উচিৎ সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক,, মসজিদে ২ জন হাফেজসহ মোট ১২ জন তারাবির নামাজ পড়তে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

আজহারী বিশ্ববিদ্যালয় থেকে সাইমুম আল মাহাদী মিজানুর রহমান আজহারী এর উদ্দেশ্যে খোলা চিঠি।