পোস্টগুলি

2020 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গাজী মুসলিম আদর্শ সংবাদ

সোশ্যাল মিডিয়ায় আমরা অজান্তে গীবত, পরনিন্দা করে থাকি। আমাদেরকে সতর্ক সচেতনতা অবলম্বন করা উচিত।

ছবি
♦️👉সোস্যাল মিডিয়া ফেসবুকে অজান্তেই মানুষ সারাক্ষণ #গীবত ও পরনিন্দা করে থাকেন সাবধান, সতর্কতাঃ সচেতন হউন। ♦️ গীবত ও পরনিন্দা করার অভ্যাস যুগ যুগ ধরে পৃথিবীতে ছিল এবং আজও আছে। বলাই বাহুল্য যে থাকবে। কিন্তু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে, ফেসবুকে যেন এই পরচর্চা ও গীবত করা মানুষের সংখ্যা মারাত্মক রকম বেশি। ♦️ফেসবুকে ঢুকলেই দেখা যায় কিছু মানুষ সারাক্ষণ এটা-ওটা-সেটা নিয়ে পরচর্চা করছেন। এর-তার নিন্দা করছে, এর সমালোচনা করছে, অমুকের বদনাম ছড়াচ্ছে। এই ধরণের মানুষদের কাছে যেন পৃথিবীর সবাই খারাপ। কেউ তার চোখে ভালো না, কেউ তার প্রশংসা পাওয়ার যোগ্য না। ♦️তাহলে গীবত বা পরনিন্দা করা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি আলোচনা করার নামই গীবত। চাই তা কথা, ইশারা-ইঙ্গিত বা লেখনীর মাধ্যমে হোক, কিংবা সোস্যাল মিডিয়া ফেসবুকে মাধ্যমে । ________________________________♦️শুনুন মহান আল্লাহ তাআলা কুরআন কারিমে এরশাদ করেন: •‘হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গোনাহ। কারো গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। ...

সোশ্যাল মিডিয়ায় আমরা অজান্তে গীবত, পরনিন্দা করে থাকি। আমাদেরকে সতর্ক সচেতনতা অবলম্বন করা উচিত।

ছবি
♦️👉সোস্যাল মিডিয়া ফেসবুকে অজান্তেই মানুষ সারাক্ষণ #গীবত ও পরনিন্দা করে থাকেন সাবধান, সতর্কতাঃ সচেতন হউন। ♦️ গীবত ও পরনিন্দা করার অভ্যাস যুগ যুগ ধরে পৃথিবীতে ছিল এবং আজও আছে। বলাই বাহুল্য যে থাকবে। কিন্তু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে, ফেসবুকে যেন এই পরচর্চা ও গীবত করা মানুষের সংখ্যা মারাত্মক রকম বেশি। ♦️ফেসবুকে ঢুকলেই দেখা যায় কিছু মানুষ সারাক্ষণ এটা-ওটা-সেটা নিয়ে পরচর্চা করছেন। এর-তার নিন্দা করছে, এর সমালোচনা করছে, অমুকের বদনাম ছড়াচ্ছে। এই ধরণের মানুষদের কাছে যেন পৃথিবীর সবাই খারাপ। কেউ তার চোখে ভালো না, কেউ তার প্রশংসা পাওয়ার যোগ্য না। ♦️তাহলে গীবত বা পরনিন্দা করা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি আলোচনা করার নামই গীবত। চাই তা কথা, ইশারা-ইঙ্গিত বা লেখনীর মাধ্যমে হোক, কিংবা সোস্যাল মিডিয়া ফেসবুকে মাধ্যমে । ________________________________♦️শুনুন মহান আল্লাহ তাআলা কুরআন কারিমে এরশাদ করেন: •‘হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গোনাহ। কারো গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। ...

আজহারী বিশ্ববিদ্যালয় থেকে সাইমুম আল মাহাদী মিজানুর রহমান আজহারী এর উদ্দেশ্যে খোলা চিঠি।

ছবি
মোহতারাম শ্রদ্ধেয় সিনিয়র বড় ভাই! সালাম নিবেন। আল-আযহার বিশ্ববিদ্যালয়ের আপনার প্রিয় আবাসিক ক্যাম্পাস, মাদিনাতুল বুয়ুস আল ইসলামিয়্যাহর আপনার স্মৃতিময় আবাসিক ভবনটির নিচে দাড়িয়ে দুটি কথা আপনার সমীপে। নিশ্চয়ই ভালো আছেন, দোয়া করি সর্বদা। মোহতারাম! আপনি জানেন যে,  فقه العبادات المقارن و قضيا فقهية معاصرة  ইসলামী শরীয়াহর এই সাবজেক্ট দুটি শুধুমাত্র আপনি, আমি, আমরা যারা ইসলামী ফিকহ নিয়ে পড়াশোনা, গবেষণা করি তাদের জন্য। (আম জনতার জন্য নয়।)   আপনি নিশ্চয়ই দেখবেন, (فقه المقارن) এর ক্ষেত্রে কোনো ইফতেলাফি মাসায়েলে বিভিন্ন মাজাহেবের ইমামগন পক্ষে বিপক্ষে অনেক মতামত, উসূলের আলোকে যুক্তি, তর্ক আবার যুক্তি খন্ডন উপস্থাপন করে থাকেন। শেষের দিকেও কওলুর রাজে বা সর্বশেষ গ্রহণযোগ্য সিদ্ধান্তটি সুস্পষ্ট ভাবে যুক্তির আলোকে মুসান্নিফ উল্লেখ করে দিয়েছেন। এখন কথা হল, আমি বা আপনি যদি ইমামদের এই সমস্ত ইফতেলাফগুলো পাবলিক প্লেসে বলি অথবা সর্বশেষ কওলুর রাজেটা সুস্পষ্ট ভাবে উল্লেখ না করি অথবা উক্ত মাসায়েলে মাজহাবের চূড়ায় সিদ্ধান্ত যদি এড়িয়ে যাই তাহলে এই আম জনতাতো ঘোলা পা...

রোজা ভঙ্গের কারণ 13 টি:যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় এবং কাযা রোজা রাখতে হয়।

ছবি
রোজা ভঙ্গের কারণ 13 টি: যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় এবং কাযা রোজা রাখতে হয়। ১ কুলি করার সময় হঠাৎ পানি গলার ভিতরে চলে যাওয়া। ২ অনিচ্ছায় কিছু খাওয়া। ৩ নাকে বা মাথায় ভিতর ঔষধ পৌঁছে যাওয়া। ৪ বিমার বশতঃ গুহ্যে পিচকারী লওয়া। ৫ মাটি কিংবা পাথর জাতীয় অখাদ্য বস্তু গিলে ফেলা। ৬ স্বইচ্ছায় মুখ ভরিয়া বমি করা। ৭ রাত্র আছে মনে করিয়া সকালে সেহরি খাওয়া। ৮ ভুলে খাওয়ার পরে পুনরায় স্বেচ্ছায় কোনো কিছু খাওয়া। ৯ বিনা নিয়তে রোজা রাখা। ১০ মুখে রক্ত বাহির হইলে তা গিলে ফেলা। ১১ স্ত্রীলোকদের হায়েজ-নেফাছ হওয়া। ১২ সূর্য না দুবা অবস্থায় ডুবিয়াছে মনে করিয়া ইফতার করা। ১৩ বিমার বশতঃ কোন ঔষুধ খাওয়া। (উক্ত কারণ গুলিতে রোজা কাযা করিতে হইবে তবে কাফফারা নাই)

শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক,, মসজিদে ২ জন হাফেজসহ মোট ১২ জন তারাবির নামাজ পড়তে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

ছবি
শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক,, বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আগামীকাল শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক থেকেই সিদ্ধান্ত হবে কবে থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বৈঠকে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখে গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৮৩৩৭ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করা হয়েছে।

সময় টিভির বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব’মাওলানা মাহফুজুল হক,,

ছবি
সময় টিভির বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব’ মাওলানা মাহফুজুল হক,,  🔸করোনা পরিস্থিতিতে টালমাটাল পুরো দেশ। এরইমধ্যে প্রসিদ্ধ বক্তা মাওলানা আনসারী জানাজাকে কেন্দ্র করে সময় টিভিতে জামাতের আমির ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের একটি ফোন আলাপ প্রকাশ করা হয়েছে। 🔸প্রকাশিত রেকর্ডে শোনা যাচ্ছে, জানাজার নামাজে লোকসমাগম বাড়ানোর বিষয়ে জামাত নেতা ও মাওলানা মাহফুজুল হক কথা বলছেন। এমনকি রেকর্ডে এও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণ লোকসমাগমের চেষ্টা করেছে তারা। 🔸এ বিষয়ে আওয়ার ইসলামকে মাওলানা মাহফুজুল হক বলেন, বিষয়টি একেবারে ভিত্তিহীন মিথ্যা। জামাত নেতার সঙ্গে আমার আজ পর্যন্ত কোনদিন কথা হয়নি। তার সঙ্গে আমার ফোনালাপ তো দূরের কথা, আমাদের মাঝে পরিচয়ও নেই। তাছাড়া দেশের মানুষ রেকর্ডটি শুনে পরিষ্কার বুঝতে পেরেছে সেটা আমার কণ্ঠের সঙ্গে মিলে না। স্পষ্টভাবে বুঝা যাচ্ছে অন্য কারো কণ্ঠ। এগুলো সম্পূর্ণ ধোঁকাবাজি ও প্রতারণা। জাতীয় কোন টেলিভিশনে পক্ষে এরকম মিথ্যাচার করা শোভা পায় না। 🔸এ বিষয়ে আপনারা কোন পদক্ষেপ নিচ্ছেন কিনা? জানতে চাইলে তিনি...

মাহে রমজান করোনা মধ্যেই আমাদের যা করা দরকার আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী পোস্ট।

ছবি
RAMADAN PLAN রমাদান পরিকল্পনা ॥ এ বছর রমাদানের শুরুতেই, আপনার যাকাত আদায়ের পরিকল্পনা করে ফেলুন। আপনার যাকাতবর্ষ পূর্ণ হতে কয়েক মাস বাকী থাকলেও, সম্ভব হলে এ রমাদানেই যাকাত আদায় করে দিন। যাকাত অগ্রিম আদায় করা যায়। তাই, করোনা পরিস্থিতিতে অভুক্ত ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, আপনার যাকাতের অর্থ পৌঁছে দিন তাদের হাতে। কাজকর্ম সব বন্ধ থাকায়, খাদ্যাভাবে কঠিন সময় পার করছে শ্রমজীবি স্বল্প আয়ের এই মানুষগুলো। এমন সংকটাপন্ন মূহুর্তে এর চেয়ে ভালো কোন সৎকর্ম আর হতে পারে না। পাশাপাশি, বিগত বছরের অপরিশোধিত যাকাত থাকলে সেটাও এই রমাদানে আদায়ের পরিকল্পনা করুন। আল্লাহ তায়ালা ইরশাদ করছেন- “এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, পবিত্র অন্তরে যে যাকাত তোমরা দিয়ে থাকো, তা বহুগুণে বৃদ্ধি পায়”। (আল-রুম: ৩৯) . কুরআনুল কারীম কেন্দ্রীক রমাদানে বিশেষ প্ল্যান করুন। খতম উঠানোর জন্য উঠেপড়ে না লেগে, বিশুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করুন এবং তাদাব্বুর তথা বুঝে বুঝে এবং অনুধাবন করে, কুরানিক ম্যাসেজ গুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে অনেকগুলো খতমের চেয়ে বুঝে পড়া ও তিলাওয়াতের গুণগত মান নিশ্চিত করা বেশী জরুর...

নিজের ক্ষেতের সবজি নিয়ে এক কৃষক গেলেন বঙ্গবন্ধুর বাসভবনে। দুতালায় 100 টাকা থেকে নিচতলায় 50 টাকা এক দুর্নীতি অদ্ভুত ঘটনা।

ছবি
নিজের ক্ষেতের সবজি নিয়ে এক কৃষক গেলেন বঙ্গবন্ধুর বাসভবনে। বাড়ির দারোয়ান তাকে বসিয়ে সবজি গুলো নিয়ে গেলেন দোতলায়। বঙ্গবন্ধু টেলিফোনে কথা বলছিলেন। কথা বলা অবস্থায় দারোয়ান তাঁকে সবজির কথা বললেন। বঙ্গবন্ধু পাঞ্জাবীর পকেট থেকে ১০০ টাকা বের করে দিলেন। সিঁড়ি দিয়ে নামার সময় দারোয়ান ভাবলো সামান্য কিছু সবজির জন্য ১০০ টাকা দেয়ার কী দরকার? সে ৫০ টাকা রেখে দিয়ে বাকী ৫০ টাকা দিলো কৃষকের হাতে। টাকা পেয়ে কৃষক অবাক হলো এবং দৌড়ে দোতলায় উঠে গেলো। ততোক্ষণে টেলিফোন রাখলেন বঙ্গবন্ধু। কৃষক বঙ্গবন্ধুর কাছে ৫০ টাকা ফেরত দিয়ে বললেন, " এগুলো আমার ক্ষেতের সবজি,আমি আপনার জন্য এমনি এনেছি, টাকা লাগবেনা। "জবাবে বঙ্গবন্ধু বললেন," কিন্তু আমিতো ১০০ টাকা দিয়েছিলাম।" কৃষক জবাব দিলো, " উনি তো আমাকে ৫০ টাকা দিলেন। একথা শুনে বঙ্গবন্ধু বললেন,"যে দেশে দোতলা থেকে নিচতলায় নামতেই ১০০ টাকা ৫০ টাকা হয়ে যায়, সে দেশে কত টাকার বাজেট প্রনয়ণ করলে তা জনগণের নিকট পৌঁছাবে ?......... বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর যথাযর্থ বাজেট জনগণ পায় কি?  সিড়ি দিয়ে নামতে নামতে যদি ১০০ টাকা ৫০ ট...
ছবি
ডাঃ জাকির নায়েক সম্পর্কে জনাব গোলাম আহমেদ মুর্তজা হুজুরের ব্যাখ্যা শুনুন.. দয়া করে না টেনে পুরা ভিডিও দেখুন ও শুনুন - নিত্যনতুন সদা সত্য সংবাদ, ইসলামিক ওয়াজ, গজল, নাটক, বিনোদন, ইতিহাস, হাস্যকর কৌতুক, গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, আমাদের (GAZI MUSLIM IDEAL TV) ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই, মেম্বার সদস্য হয়ে, সব সময় সঙ্গে থাকুন।

গীবত ও গীবতকারীর পরিণতি?

ছবি
গীবত ও গীবতকারীর পরিণতি?

#Ababil_bangla_TVড.মিজানুর রহমান আযহারী ফেসবুক পেজ থেকে কপি,ইনশাআল্লাহ..আজ থাকছি “মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা” (মুনা) এর ন্যাশনাল দা’ওয়াহ এন্ড ফেইথ এওয়ারনেস ডিপার্টমেন্টের আয়োজন

ছবি
#Ababil_bangla_TV ড.মিজানুর রহমান আযহারী ফেসবুক পেজ থেকে কপি, ইনশাআল্লাহ.. আজ থাকছি “মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা” (মুনা) এর ন্যাশনাল দা’ওয়াহ এন্ড ফেইথ এওয়ারনেস ডিপার্টমেন্টের আয়োজনে একটি অনলাইন প্রোগ্রামে। বাংলাদেশ সময় রাত ৯টায়। চাইলে যুক্ত হতে পারেন।